ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেটার বাছাইয়ে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটার চান্স পেয়েছে। গত এক সপ্তা যাবত জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত প্রাথমিক বাছাইয়ে ৩ গ্রুপে প্রায় অর্ধশতাধিক ক্রিকেটার মনোনীত হলেও চূড়ান্ত মেডিকেল বেশ কয়েকজন ক্রিকেটার বাদ পড়ে। তারপরেও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি থেকে উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটার অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ এইজ গ্রুপে চান্স পেয়েছে। অনূর্ধ্ব-১৪, আকরাম, মজিরুল, তুষার, ওমর ফারুক, সাদাত, আরাফাত ইমন। অনূর্ধ্ব-১৬ শামীম, সৈকত, পিয়াস, ফরিদুল, ইয়াছির আরাফাত, রিমন,সোহাগ, জামিরুল, আকাশ, হাসিব, রাব্বী, সাব্বির ও অনূর্ধ্ব-১৮ রোমিও, আদনান, সেলিম, সজল প্রমুখ ক্রিকেটার চান্স পেয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার মাত্র দেড় বছরের মধ্যেই একাডেমির ক্রিকেটাররা তাদের কৃতিত্ব দেখাতে শুরু করেছে। এর আগে খুলনায় এইজ গ্রুপের খেলায় ভালো করায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির দু-খেলোয়াড় বিভাগীয় দলে অনুশীলনের ডাক পেয়েছিলো। চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির সভাপতি জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, পরিচালক সাংবাদিক ইসলাম রকিব এবং বর্তমানে কোচিঙের দায়িক্তে রয়েছেন সাইফ রাসেল, ইমরান ও খুলনার রাজু আহম্মেদ।