চার দেশে আটকা পড়েছেন ইউনাইটেডের হাজার যাত্রী

 

স্টাফ রিপোর্টার: অর্থ সংকটের কারণে গত মঙ্গলবার থেকে সব ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষ। এতে চারটি দেশে ইউনাইটেড এয়ারওয়েজের এক হাজারেরও বেশি যাত্রী আটকা পড়েছেন। এসব যাত্রী সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে বিমানবন্দরে দিন কাটাচ্ছেন। শুধু তাই নয়, আগামী এক মাসের মধ্যে যারা ইউনাইটেড এয়ারওয়েজের টিকিট কিনেছেন তাদের যাত্রাও অনিশ্চিত-এমনটাই বলছেন এয়ারওয়েজ সংশ্লিষ্টরা। যদি ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট পুনরায় চালু না হয় তাহলে টিকিটের অর্থ ফেরত পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন যাত্রীরা। বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজ আন্তর্জাতিক রুটগুলোর মধ্যে ঢাকা-মাস্কাট, ঢাকা-দোহা, ঢাকা-জেদ্দা ও ঢাকা-কুয়ালালামপুর রুটে যাতায়াত করে থাকে। কিন্তু বৃহস্পতিবার সব কয়টি গন্তব্যে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় ওমান, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়ার বিমানবন্দরগুলোতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। আন্তর্জাতিক রুট ছাড়াও অভ্যন্তরীণ ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-যশোর, ঢাকা-সৈয়দপুর-রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে ইউনাইটেড এয়ারওয়েজ। অর্থ সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয় বলে ইউনাইটেডের পক্ষ থেকে ব্যাখ্যা দেয়া হয়। সোমবার ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীর পদত্যাগের জের ধরে এ এয়ারওয়েজে চরম অব্যবস্থাপনা সৃষ্টি হয়।