তিন মিনিটের ক্ষমতা পাচ্ছেন রেফারি

 

মাথাভাঙ্গা মনিটর: মাঠে খেলা চলাকালীন কোনো খেলোয়াড় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি বিবেচনায় রেফারি তিন মিনিটের জন্য খেলা বন্ধ করে দিতে পারবেন। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার মেডিকেল কমিটি আঞ্চলিক ফুটবল কনফেডারেশন এবং  বিভিন্ন দলের চিকিত্সক দলের প্রধানদের সাথে আলোচনা শেষে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রস্তাব মেনে নিয়েছে ফিফার নির্বাহী কমিটিও। আনুষ্ঠানিক অনুমোদনের জন্য কয়েকদিনের মধ্যেই মেডিকেল কমিটির প্রতিবেদন নির্বাহী কমিটির কাছে পাঠানো হবে।

বিশ্বকাপের ফাইনালে ক্রিস্টোফার ক্র্যামারের চোটের সেই দৃশ্যটা নিশ্চয়ই মনে আছে সবার। হেড করতে গিয়ে আর্জেন্টাইন এক খেলোয়াড়ের সাথে সংঘর্ষের পর মাঠেই শুয়ে পড়েন ক্র্যামার। এরপর যখন ফিজিওর সহায়তায় মাঠের বাইরে গেলেন, তখন তাকে দেখে মনে হচ্ছিলো যেন চেতনাই নেই তার! পরে জানিয়েছেন ওই দুর্ঘটনার পরের কয়েক ঘণ্টার স্মৃতি তার মাথায়ই নেই। এ রকম আরো দুটি ঘটনা ব্রাজিল বিশ্বকাপেই দেখেছে বিশ্ব। যদিও মাঠে হৃদস্পন্দন বন্ধ হয়ে কিংবা স্ট্রোক করে মৃত্যুর মুখে ঢলে পড়ার ঘটনা বিরল নয় মোটেই। তবে বলা বাহুল্য সাম্প্রতিক এই ঘটনাগুলোই নড়েচড়ে বসতে বাধ্য করেছে ফিফাকে।

বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাই মাঠে বসেই যেন টিম ডক্টররা সিদ্ধান্ত নিতে পারেন সেজন্য তাত্ক্ষণিক কিছু সময় দেয়ার কথা ভাবছিলো ফিফা। সে ভাবনা থেকেই এ সিদ্ধান্ত জানিয়ে ফিফার এক বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপে ওই ঘটনাগুলোর মাধ্যমে ফিফা বুঝতে পেরেছে মাঠে টিম ডক্টরদের ভূমিকা নিয়ে আরো ভেবে দেখার অবকাশ আছে। যাতে কিনা প্রতিযোগিতা চলাকালীন কোনো ঘটনা ঘটলে সেটা আরো সুষ্ঠুভাবে মোকাবেলা করা যায়।