অর্থাভাব : উড়বে না ইউনাইটেডের বিমান

স্টাফ রিপোর্টার: চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের এক দিনের মাথায় সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিলো ইউনাইটেড এয়ারওয়েজ। এই সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে অর্থের অভাবকে দেখিয়েছে বাংলাদেশের বেসরকারি এই বিমান সংস্থাটি, যাদের যাত্রীসেবার মান নিয়ে বরাবরই অভিযোগ ছিলো। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক কয়েকটি রুটে ফ্লাইট চালিয়ে আসছিলো সাত বছর আগে যাত্রা শুরু করা ইউনাইটেড এয়ারওয়েজ। কোম্পানির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান তাসবিরুল আহমেদ চৌধুরী মঙ্গলবার পদত্যাগ করলে নতুন চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় মোহাম্মদ মাহাতাবুর রহমানকে। এর একদিনের মধ্যে বুধবার সংবাদ সম্মেলন করে ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিলো বিমান সংস্থাটি। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন এম ইলিয়াস বলেন, ‘ফ্লাইট পরিচালনা করতে যে খরচ হয় এই মুহূর্তে সেই খরচ নির্বাহের অর্থ ইউনাইটেডের নেই। এই অবস্থায় ফ্লাইট পরিচালনা করা সম্ভব নয়।’