৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

স্টাফ রিপোর্টার: ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। ১৮০৩টি শূন্য পদের বিপরীতে সরকারি কর্মকর্তা নিয়োগ করা হবে।  গতকাল  বিকেলে পিএসসি সচিবালয়ে  একটি বৈঠকের পর এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পিএসসির সূত্র জানিয়েছেন, নতুন নিয়মে ৩৫তম বিসিএস হবে। এবার প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের বদলে ২০০ নম্বরে হবে। ৩৫তম বিসিএসের সাধারণ ক্যাডারে মোট ৪৫৫টি পদ রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০টি, বিসিএস পররাষ্ট্রে ২০টি, বিসিএস পুলিশে ৫০টি, আনসার ক্যাডারে চারটি, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে চারটি, সমবায় চারটি, ডাক ১০টি, ইকোনমিক ক্যাডারে ৪০টি, পরিবার পরিকল্পনা ক্যাডারে ১০টি, বিসিএস খাদ্য ক্যাডারে দুটি এবং তথ্য ক্যাডারে ১১ জন লোক নিয়োগ হবে। এছাড়া কারিগরি ক্যাডারে ৪৮৪টি, বিসিএস শিক্ষা ক্যাডারে ৮২৯টি এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৩৫ জন নিয়োগ করা হবে।