১০ মিনিটে পাঁচ সন্তান প্রসব!

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের বাকুড়ায় ১০ মিনিটের ব্যবধানে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক মৎস্যজীবীর স্ত্রী। গর্ভধারণের ২৮ সপ্তা যেতে না যেতেই ঐনাম গিতা নামে ৩৫ বছর বয়সী ওই নারী গত সোমবার বিকেলে পাঁচটি সন্তানের জন্ম দেন। পাঁচ নবজাতকের মধ্যে চারটি মেয়ে ও একটি ছেলে শিশু রয়েছে। তবে এর মধ্যে একটি মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বাকি চারজনের মধ্যে দুজনকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া প্রথম ও তৃতীয় নম্বরে জন্ম নেয়া দু নবজাতক সুস্থ আছে। সেই সাথে তাদের মা গিতাও সুস্থ আছেন।

Leave a comment