ফরমালিন পরীক্ষার যন্ত্র ত্রুটিপূর্ণ : বিসিএসআইআর

 

স্টাফ রিপোর্টার: ফলসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে ফরমালিন বিরোধী অভিযানে ব্যবহৃত যন্ত্র ফরমালডিহাইড মিটার জেড-৩০০ ত্রুটিপূর্ণ। বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর সুপ্রিমকোর্টে জমা দেয়া এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ্য করেছে। বিসিএসআইর’র প্রতিবেদনে বলা হয়, ফরমালডিহাইড মিটার জেড-৩০০ মেশিনটি বাতাসে কোনো ক্ষতিকর কেমিকেল আছে কি-না তা পরীক্ষা করতে পারে। কিন্তু ফলে বা খাদ্যে মেশানো ক্ষতিকর দ্রব্য পরীক্ষার জন্য এটা তৈরি করা হয়নি। যে কোম্পানি এ মেশিনটি তৈরি করেছে, তারা খাদ্যে মেশানো ক্ষতিকর দ্রব্য নির্ণয় করতে পারে না। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার অফিসে সোমবার এ প্রতিবেদনটি জমা দেয়া হয়েছে বলে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ জানান। গত ২১ জুলাই এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফরমালিন পরীক্ষার জন্য ব্যবহৃত যন্ত্র পরীক্ষা করার আদেশ দেন। আদালতের আদেশ অনুসারে এ প্রতিবেদন দাখিল করে সংস্থাটি।