দামুড়হুদার হাসপাতাল মোড়ে করিমনের চাকায় শাড়ি পেঁচিয়ে মহিলা নিহত

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (চিৎলা) মোড়ে করিমনের চাকায় শাড়ি পেঁচিয়ে এক মহিলার নিহত হয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের মৃত আজিজুল হকের স্ত্রী ৫ সন্তানের জননী পরিছন (৬০) দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে করিমনযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছুলে অসাবধানতাবশত পরনের শাড়ি করিমনের চাকার সাথে পেঁচিয়ে রাস্তার ওপর পড়ে যান। ঘটনাস্থলেই তিনি মারা যান। রাতেই নিজ গ্রামের কবরস্থানে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।