ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

 

কামাল সভাপতি রাজিব সাধার সম্পাদক

গিয়াস উদ্দীন সেতু: ঝিনাইদহ সদর উপজেলার বৃহত্তম ব্যবসা কেন্দ্র ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার বাজার এলাকায় ছিলো সাজসাজ রব। কে জিতবেন? এ নিয়ে চলছিলো জল্পনা-কল্পনা। ভোটার সংখ্যা ৬১৬ জন। ভোট পোল হয়েছে ৫৮৭টি। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়, চলে বিকেল ৪টা পর্যন্ত। ৮টি পদে প্রার্থীর সংখ্যা ছিলো ১৬ জন। সভাপতি পদে বিজয়ী হয়েছেন আব্দুর রহমান কামাল। তিনি পেয়েছেন ৩১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশাদুজ্জামান কাজল পেয়েছেন ২৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাজিব শেখ ৩৯৪ ভোট পেয়ে, নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিয়ার বিশ্বাস ১৭০ ভোট। সহসভাপতি পদে মান্নান শেখ ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম ২৬১ ভোট পেয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে আলম কাজী ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়াকুব বিশ্বাস ২৮৭ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে ইন্দ্রজিত ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিন্টু ২৭০ ভোট পেয়েছেন। ক্যাশিয়ার পদে শ্যামাপদ ঘোষ ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওলিয়ার রহমান ২৪৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুর ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মোরসালিন ২৭৬ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে হাবিবুর রহমান ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ধুলী ২৭০ ভোট পেয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছেন শফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার শ্রী জীবন কুমার জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।