কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরে দিনদুপুরে বন্ধুর ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছে। নিহত আসলাম জেলিন (১৮) কুষ্টিয়া সরকারি কলেজের এইচএসসির ছাত্র ও আড়ুয়াপাড়ার মাহবুবুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকায় তুহিন কনফেকশনারির পেছনে আসলাম জেলিন কয়েকজন বন্ধুর সাথে কথা বলছিলো। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে আসলামের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বন্ধুরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, কে বা কারা কলেজছাত্র আসলাম জেলিনকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বন্ধুরাই কোনো কারণে তাকে হত্যা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকারীদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে। এদিকে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড সংগঠিত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।