আলমডাঙ্গা হঠাতপাড়ার মিন্টু হুজুরের বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভার লালব্রিজের নিকটবর্তী হঠাতপাড়ার মিন্টু হুজুরের বিরুদ্ধে প্রতিবেশী ভ্যানচালকের প্রতিবন্ধী শিশুপুত্রকে ফুঁসলিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে। প্রতিবন্ধী ওই শিশু এখন হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার হঠাতপাড়ার দরিদ্র এক ভ্যানচালকের প্রতিবন্ধী শিশুপুত্র (১৩) গত শনিবার একইপাড়ার আবুর ছেলে মিন্টু হুজুর (২৫) বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী ওই শিশুটিকে পার্শ্ববর্তী কলাবাগানে ডেকে নিয়ে বলাৎকার করে বলে অভিযোগ উঠেছে। শিশুকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে গতকাল হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। গতরাতে শিশুটির মায়ের সাথে কথা বললে তিনি জানান, ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে। যন্ত্রণায় চিৎকার করছে। কর্তব্যরত চিকিৎসক বলেন, ক্ষত হয়েছে তা বোঝা যাচ্ছে। তবে কতোটা মারাত্মক তা পরীক্ষা না করে বলা সম্ভব হচ্ছে না। এলাকার অনেকে জানিয়েছেন, ইতঃপূর্বে মিন্টু হুজুর রেল ফোকট বণ্ডবিল গ্রামের মসজিদে ও গাংনী গ্রামের মসজিদে শিশুদের আমপারা পড়াতে গিয়ে একই ঘটনা ঘটিয়ে পালিয়ে আসে।