ঝিনাইদহে সাংস্কৃতিক সংগঠকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কথন সাংস্কৃতিক সংসদের সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল ১১টার দিকে সরকারি কেসি কলেজ চত্বরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সরকারি কেসি কলেজের ছাত্র-ছাত্রী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- যুব রেডক্রিসেন্ট ঝিনাইদহ ইউনিনের প্রধান মেজাবারুল করিম মাজীদ, থিয়েটার গ্রুপ পরিচালক আরিফুল ইসলাম, কথন সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক ইসমত আরা হীরা, সাংস্কৃতিক কর্মী নাহিদ নেওয়াজ, বাহারুল ইসলাম, ফারজানা আহমেদ তন্নী, উম্মে সায়মা জয়া, রানা কর্মকার, রোজনুজ্জামান আসিফ, ফিরোজ আহমেদ ও স্মৃতি করিম। এসময় বক্তারা অবিলম্বে সাংস্কৃতিক সংগঠক সাকিবের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।