গাংনীর হাড়াভাঙ্গা হাইস্কুলে বজ্রপাতে ৬ ছাত্রী আহত

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যায়ে বজ্রপাতে ৬ ছাত্রী আহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে এগারটার দিকে ওই বজ্রপাতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তাসলিমা খাতুন বিথি, সেতু খাতুন ও সুরভী খাতুনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর তিনজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওই বিদ্যালয়ের শিক্ষক ইলিয়াছ হোসেন জানান, ক্লাস চলাকালীন সময়ে বৃষ্টি শুরু হয়। হঠাৎ বিদ্যালয়ের পাশে ফাঁকা মাঠে বজ্রপাত পড়ে। এতে ৬ ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। সুস্থ না হওয়ায় অ্যাম্বুলেন্সযোগে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ইসমত জেরিন জানান, বজ্রপাতের শব্দে ছাত্রীরা আতঙ্কে জ্ঞান হারায়। বজ্রপাতের বৈদ্যুতিক শকে তাদের তেমন কোনো শারীরিক সমস্যা হয়নি। চিকিৎসায় তারা এখন আশঙ্কামুক্ত।