অবৈধভাবে মক্কা যাওয়ার পথে ২৪ হাজার হজযাত্রী আটক

 

মাথাভাঙ্গা মনিটর: হজের অনুমতিপত্র ব্যতীত পবিত্র মক্কা যাওয়ার পথে প্রায় চব্বিশ হাজার হজযাত্রীকে আটক করে ফেরত পাঠিয়েছে তায়েফ পুলিশ। রোববার তায়েফ পুলিশ প্রধান বিগ্রেডিয়ার মোহাম্মদ দেয়া এক সাক্ষাতকারে বলেন, তায়েফ থেকে মক্কা যাওয়ার পথে মোট সাতটি স্থানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার ও চেক পয়েন্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক অবৈধ হজযাত্রীকে আটক করা হয়েছে। তিনি জানান, এ বছর হজের অনুমতিপত্র ব্যতীত কাউকে হজ করতে দেয়া হবে না। এর পরিপ্রেক্ষিতে রাস্তায় রাস্তায় টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে এবং তায়েফ থেকে মক্কা যাওয়ার পথে যেসকল পাহাড়ি রাস্তা আছে সে সব রাস্তা দিয়ে চেক পয়েন্ট বসানো হয়েছে। প্রসঙ্গত, প্রতিবছর অসংখ্য মানুষ এসব রাস্তা দিয়ে বিভিন্ন দালালের মাধ্যমে হজব্রত পালন করার উদ্দেশে অনুমতিপত্র ছাড়াই অবৈধভাবে যাতায়াত করে।