অবৈধপথে মালয়েশিয়াগামী ৬৯ জন আটক

 

স্টাফ রিপোর্টার: কক্সবাজারে পৃথক অভিযানে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৯ দালালসহ ৬৯ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রোববার রাত ১২টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর সমিতিপাড়ার মোহনা থেকে ২ দালালসহ ১৭ জনকে আটক করে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। এরপর সোমবার ভোরে কক্সবাজারের টেকনাফ ও পেকুয়া উপজেলা থেকে আরো ৭ দালালসহ ৫২ জনকে আটক করা হয়। এর মধ্যে সোমবার সকাল ৭টায় টেকনাফ ৪২-বর্ডার গার্ড ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির নায়েক সুবেদার ফুল মিয়ার নেতৃত্বে জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে জইল্যার দ্বীপ সংলগ্ন নাফনদীর চরে অভিযান চালিয়ে ১টি নৌকাসহ ১৬ মালয়েশিয়াগামী যাত্রী ও ১ দালালকে আটক করে থানায় সোর্পদ করে। টেকনাফ-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল-জাহিদ এর সত্যতা নিশ্চিত করেছেন। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম জানান, দালালরা অস্ত্রের মুখে মালয়েশিয়াগামীদের জিম্মি করে রেখেছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা নরসিংদী, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ব্যাপারে পৃথক তিনটি মামলা হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার সদর, টেকনাফ ও পেকুয়া থানা পুলিশ।