অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কলেজছাত্রের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: ঢাকায় ভাইয়ের কাছে বেড়াতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মারা গেছেন সোহাগ (১৯) নামে এক কলেজছাত্র।  গতকাল সোমবার সায়েদাবাদ বাসটার্মিনাল থেকে উত্তরা যাওয়ার পথে বাসের ভেতর প্রতারকচক্রের সদস্যরা সোহাগকে অজ্ঞান করে টাকা পয়সা নিয়ে যায়। অচেতন অবস্থায় প্রথমে তাকে একটি ক্লিনিকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোহাগ কুমিল্লার দাউদকান্দি উপজেলার শ্রীরাইচরের বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি শহীদ নজরুল ইসলাম সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

Leave a comment