স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে পাওয়ার বা ক্ষমতা শব্দটি তার কাছে গ্রহণযোগ্য নয়। ক্ষমতা শব্দটি তার কাছে ক্ষমতার অপব্যবহারের সমার্থক মনে হয়। গতকাল রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা আইনজীবী ভবনে আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। এ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার পর পাঁচ দিনের হাওর পরিদর্শন শেষ করে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন। ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সংবিধান আমাকে অনেক ক্ষমতা দিয়েছে। তবে বিবেক-বিবেচনা করে অনেক কিছুই করতে পারি না। তিনি ক্ষমতা শব্দটির প্রয়োগের বিরোধিতা করে বলেন, পাওয়ার শব্দটি শুনতে কেমন জানি লাগে। ক্ষমতার অপব্যবহার করার মতো কিছু বোঝায়। আমি মনে করি, রাষ্ট্রপতি হিসেবে আমার ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে, ক্ষমতা প্রদান করা হয়নি। পাঁচ দিনের হাওরে কাটানো স্মৃতির কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, পাঁচ দিন ভালো ছিলাম।