জামায়াতকে দমনে ভারতের আশ্বাস

 

মাথাভাঙ্গা মনিটর: জামায়াতে ইসলামীকে দমনে কঠিন অবস্থান নেয়ার বিষয়ে ঢাকাকে আশ্বস্ত করেছে নয়াদিল্লি। ভারত সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে এ বিষয়ে দুঃচিন্তা না করার জন্য বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গতকাল রোববার একটি পত্রিকার ওয়েবসাইটে দেয়া এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসা মৌলবাদী দুষ্কৃতীরা যাতে আশ্রয়-প্রশ্রয় না-পায়, সে ব্যাপারে সব রকম ব্যবস্থা নেবে নয়াদিল্লি। এ ব্যাপারে ঢাকার উদ্বেগের কোনো কারণ নেই। বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে এ মর্মে প্রতিশ্রুতি দিল নয়দিল্লি। খবরে আরও বলা হয়েছে, মাহমুদ আলী বলেছেন, দু দেশের নিরাপত্তার পক্ষেই এ বিষয়টি বিপজ্জনক। কূটনৈতিক সূত্রের খবর, এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হাতে কিছু তথ্যও তুলে দিয়েছেন ঢাকার প্রতিনিধিরা। গতকাল শনিবার ও রবিবার ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে।