চুয়াডাঙ্গায় চার দিনব্যাপি আয়কর মেলা সম্পন্ন : কর আদায়ের পরিমাণ প্রায় ১৩ লাখ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চার দিনব্যাপি আয়কর মেলা-২০১৪ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার মেলার শেষ দিনে ৪৩৮টি আয়কর রিটার্ন জমা পড়েছে। কর আদায়ের পরিমাণ ১২ লাখ ৭২ হাজার ৭৬০ টাকা।

চুয়াডাঙ্গা উপকর কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর চুয়াডাঙ্গায় চার দিনব্যাপি মেলার উদ্বোধন করা হয়। ৪৩৮টি আয়কর রিটার্ন জমা পড়েছে। দাখিলকৃত সাধারণ রিটার্নের সংখ্যা নতুন ১৮টি ও পুরাতন ২৩৪টি। সার্বজনীন স্বনির্ধারণী রিটার্নের সংখ্যা নতুন ২০টি ও পুরাতন ১৬১টি। ই-টিনের সংখ্যা ২২টি। সেবা গ্রহণকারীর সংখ্যা এক হাজার ১৪৫ জন।

সাধারণ রিটার্নের খাতে আদায়ের পরিমাণ নতুন ৬ হাজার টাকা ও পুরাতন ১৬ হাজার টাকা। সার্বজনীন স্বনির্ধারণী খাতে আদায়ের পরিমাণ নতুন ১৫ হাজার টাকা ও পুরাতন ১২ লাখ ৩৫ হাজার ৭৬০ টাকা।

চুয়াডাঙ্গা উপকর কমিশনার মো. খুরশীদ আলম জানান, গত বছরের চেয়ে এবার মেলায় আদায়ের হার বেশি। যদিও হরতালসহ নানা প্রতিকূলতার মধ্যদিয়ে মেলার কার্যক্রম চলে। মেলায় সকল শ্রেণির মানুষের সহযোগিতায় এ আদায় সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলায় এ বছর দীর্ঘমেয়াদী করদাতা হিসেবে চুয়াডাঙ্গা বড় বাজারের নুর উদ্দিন থানদার ও আলমডাঙ্গার বারাদীর রায়হান উদ্দিনকে পুরস্কৃত করা হয়েছে। সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে তিনজনকে পুরস্কৃত করা হয়। তারা হলেন- চুয়াডাঙ্গা আলুকদিয়া বাজারের আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গার গাইদঘাট গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী সাইফুন্নাহার শাম্মী ও দর্শনা ইসলাম বাজারের একেএম মুরাদ।