কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছির সাইদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ১১টার দিকে তাকে কুড়ুলগাছি বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি জিএম ইমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন। পুলিশ বলেছে, কুড়ুলগাছির পুকুরপাড়ার আবু জাফরের ছেলে সাইদ (৩৪) হত্যাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেফতারি পরোয়ানাভুক্ত বলে গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হতে পারে।