বণিক সমিতির নির্বাচনকে ঘিরে আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশ
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হবে। ব্যবসাভিত্তিক সংগঠনের নির্বাচনকে ঘিরে আলমডাঙ্গায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে সংগঠনের শীর্ষ একাধিক পদের ত্রিবার্ষিক এ নির্বাচন। গতকাল শেষবারের মতো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকেরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট, সমর্থন ও শুভকামনা চেয়ে ফিরেছেন। গতপরশু রাত থেকে লাগাতার বৃষ্টির কারণে রোডে রোডে পোস্টার, ব্যানার ও দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো সম্ভব হয়নি। তা সত্ত্বেও থেমে নেই ভোটের প্রচার-প্রচারণা। এবার ২১টি পদের মধ্যে ২০টি পদে মোট ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধর্মীয় সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোতালেব হোসেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। এরা হলেন- চাকা প্রতীক নিয়ে সাবেক সভাপতি আবু তালেব, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন দোয়াত-কলম নিয়ে ও ছাতা প্রতীক নিয়ে ফজলুল হক। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতীক নিয়ে তরুণ ব্যবসায়ী শাহিন রেজা মল্লিক মিল্টন ও সাইকেল প্রতীক নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক বিশ্বাস ঘেটু। এছাড়া সহসভাপতির ২টি পদে ২ জন করে ৪ জন, সহসম্পাদকের ২টি পদে ৪ জন, সাংগঠনিক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, কার্যকরি কমিটির ১০ সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৪৬ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮টায় যথারীতি ভোটদান কার্যক্রম শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।