মাথাভাঙ্গা মনিটর: ইন্দোনেশিয়ার রক্ষণশীল আচেহ প্রদেশে সমকামীদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপনের শাস্তি হিসেবে ১০০ বেত্রাঘাতের দণ্ড দেয়া হতে পারে। এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব পার্লামেন্টে অনুমোদন পেলে, তা পরিণত হবে আইনে। সমালোচকরা বলছেন, তেমনটা হলে মৌলিক মানবাধিকার ক্ষুণ্ণ হবে। ইন্দোনেশিয়ায় একমাত্র আচেহ প্রদেশে ইসলামী শরীয়াহ আইন কার্যকর রয়েছে। ২০০১ সাল থেকে সেখানে শরীয়াহ আইন কার্যকর শুরু হয়। এ সময়ই প্রদেশটি স্বায়ত্তশাসনের কিছু ক্ষমতা অর্জন করে।