নাটুদা পশুহাট ফুটবল টুর্নামেন্টে রতনপুর সূর্যতরুণ একাদশ ১-০ গোলে জয়ী

 

আটকবর/নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা পশুহাট ফুটবল টুর্নামেন্টে গতকাল বিকেল ৫টায় অনুষ্ঠিত খেলায় ছুটিপুর চলন্তিকা একাদশ ও রতনপুর সূর্য তরুণ একাদশের মধ্যকার খেলাটি ১-০ গোলে রতন পুর সূর্য তরুণ একাদশ জয়লাভ করেছে। রতনপুর একাদশের পক্ষে টিটু একমাত্র গোলটি করেন। এ সময় উপস্থিত ছিলেন খেলা কমিটির সভাপতি সেলিম খান, সম্পাদক নিহাজ উদ্দিন খান, আয়োজক শফিকুল সলাম, সৌরভ, চারুলিয়া ক্যাম্প ইনচার্জ জোনাব আলী, নাটুদা ক্যাম্প ইনচার্জ টিপু সুলতান, চারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, আব্দুল জব্বার, ধারাভাষ্যকার হারু মাস্টারসহ অসংখ্য দর্শক। রেফারির দায়িত্ব পালন করেন মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার মেহেদী হাসান।