দুষ্টুমি করায় শিশু দিগন্তকে পেটালেন ড্রিমল্যান্ড স্কুলের অধ্যক্ষ আব্দুল মজিদ

 

স্টাফ রিপোর্টার: শিশু শ্রেণির ছাত্র ফরহাদ হোসেন দিগন্তকে দুষ্টুমি করার কারণে বেধড়ক পিটিয়েছেন শিক্ষক আব্দুল মজিদ। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ক্লাসে গিয়ে ফরহাদকে ছড়ি দিয়ে পেটান তিনি। চুয়াডাঙ্গা পৌর শহরের এতিমখানা রোডের ড্রিমল্যান্ড স্কুলে শিশু ছাত্রকে নির্যাতনের এ ঘটনা ঘটে। ফরহাদের পিতা আরিফ হোসেন মালিক অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা রেলপাড়ার আরিফ হোসেন মালিকের ছেলে ফরহাদ হোসেন দিগন্ত (৬) ড্রিমল্যান্ড স্কুলের নার্সারি ক্লাসের ছাত্র। গতকাল ক্লাসে দুষ্টুমি করার অভিযোগে স্কুলের অধ্যক্ষ আব্দুল মজিদ ছড়ি দিয়ে দিগন্তকে বেধড়ক পেটান। দিগন্তের আর্তচিৎকার শুনে আশপাশ ক্লাস থেকে ছাত্র-ছাত্রীরা ছুটে আসে। পরে খবর দেয়া হয় দিগন্তের পিতা আরিফ হোসেনকে। তিনি দিগন্তকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেন। পরে দৈনিক মাথাভাঙ্গায় এসে শিক্ষক আব্দুল মজিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে জানার জানার জন্য গতরাতে শিক্ষক আব্দুল মজিদের কাছে মোবাইলে ফোন করা হয়। কিন্তু তিনি অপরপ্রান্ত থেকে কলটি কেটে দেন। ফলে তার মতামত নেয়া সম্ভব হয়নি।