তুরস্কের ৪৯ জিম্মি মুক্তি দিলো আইএস

 

মাথাভাঙ্গা মনিটর: তুরস্কের ৪৯ জিম্মিকে গতকাল শনিবার মুক্তি দিয়েছে ইরাকের ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। মুক্তি দেয়ার পর তাদেরকে তুরস্কে ফিরিয়ে আনা হয়েছে। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেন, মুক্তি পাওয়া ৪৯ জনের মধ্যে কূটনীতিক ও তাদের পরিবার এবং সেনাসদস্য রয়েছেন। আইএস জঙ্গিরা গত জুনে মসুল নগরী দখল করে নেয়ার পর তুরস্কের কনস্যুলেট থেকে তাদের আটক করা হয়। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেন, শনিবার ভোরে তাদের মুক্তি দেয়া হয় এবং তারা সুস্থ রয়েছেন। তিনি বলেন, আঙ্কারার গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তাদেরকে তুরস্কের সানলিয়ার্ফা নগরিতে আনা হচ্ছে। তুরস্কের প্রধানমন্ত্রী মুক্তি পাওয়া জিম্মীদের দেখতে আজারবাইজানে তার সংক্ষিপ্ত সফর বাতিল করেছেন।