মাথাভাঙ্গা মনিটর: এরচিম এফসিকে হারিয়ে এএফসি প্রেসিডেন্টস কাপে শুভসূচনা করেছে শেখ রাসেল। মঙ্গোলিয়ার চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়েছে তারা। শ্রীলঙ্কার সুগাথাদাসা স্টেডিয়ামে গতকাল শনিবার শেখ রাসেলের একমাত্র গোলটি করেন কিংসলে চিগোজি। ৬৫তম মিনিটে করা এ গোল শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। আগামী বুধবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার রিমইয়োংসুর মুখোমুখি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১২-১৩ মরসুমের চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কার এবারের আসরের মূল পর্বে দু গ্রুপে ভাগ হয়ে মোট ৬ দল অংশ নিচ্ছে। গ্রুপ চ্যাম্পিয়নরা ২৬ তারিখের ফাইনালে মুখোমুখি হবে। বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি প্রেসিডেন্টস কাপের মূল পর্বে খেলছে শেখ রাসেল।