জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মোক্তারপুর গ্রামের হাজি আনছার আলী ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দূরারোগ্য ক্যান্সারে আক্তান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। জীবননগর শহরের বিশিষ্ট রাসায়নিক সার ও কীটনাশক ব্যবসায়ী সাংবাদিক আবু সাঈদ বাবুল ও বিশিষ্ট ঠিকাদার জাহিদুর রহমানের পিতা হাজি আনছার আলী দীর্ঘদিন যাবত দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। ভারতের ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালসহ সর্বশেষ ঢাকা অ্যাপোলো হাসপাতালে তিনি চিকিৎসারত ছিলেন। অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে বাড়িতে নেয়া হয়। গতকাল বিকেলে তিনি মোক্তারপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার সকাল ১০টায় মোক্তারপুর স্কুলমাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির ও দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক এমআর বাবু গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।