স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে চার পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। তারা হলেন- মো. কাইসার আহমেদ, নূর মোহাম্মদ, মো. রেজা-ই-রাব্বি ও মার্জিয়া মীম। কর্তব্যরত শিক্ষক আবদুল্লাহ হেল কাফী জানান, বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের ২০২ নং কক্ষে বি ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালে মোবাইলফোন ব্যবহার করে জালিয়াতির করার সময় হাতেনাতে ধরা পড়েন মো. কাইসার আহমেদ। তিনি বলেন, সেলফোন তথা মোবাইলফোন ব্যবহার করে জালিয়াতির চেষ্টা করায় ওই শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে পরবর্তীতে প্রক্টরের কাছে সোপর্দ করা হয়েছে।