চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় অভিভাবক নির্বাচন সম্পন্ন

হাড্ডাহাড্ডি লড়ায়ে আ.লীগ প্যানেল জয়

 

বেগমপুর প্রতিনিধি: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সম্পন্ন হয়েছে চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ নির্বাচনে যুবলীগ প্যানেলের বিরুদ্ধে আ.লীগ প্যানেলের হয়েছে বিজয়। আইনশৃঙ্খলা ছিলো চোখে পড়ার মতো। ৮টি সদস্য পদের বিপরীতে ১৬ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়াই করেছেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। গোপন ব্যালোটের মাধ্যমে ৫৪১ জন ভোটারের মধ্যে ৫০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৭৯টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনকে ঘিরে স্থানীয় আ.লীগ ও যুবলীগের মধ্যে ব্যাপক তোড়জোড় লক্ষ্য করা যায়। নির্বাচনে বিএনপি ও জামায়াতের কোনো প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হয়নি বলেও রয়েছে অভিযোগ। নিজেদের মধ্যে কোনো সমঝতা না হওয়ায় একই দলের মধ্যে দুটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামে। অবশেষে আ.লীগ প্যানেল জয়লাভ করে। এবারের নির্বাচনে আ.লীগ প্যানেলের শরিফুল ইসলাম (মই) প্রতীকে ২৩৭ ভোট, নজরুল ইসলাম (আনারস) প্রতীকে ২৩৩ ভোট, ছানোয়ার হোসেন (ফুটবল) প্রতীকে ২২৮ ভোট এবং যুবলীগ প্যানেলের আব্দুর শুকুর ২২৭ ভোট ও আ.লীগ প্যানেলের সংরক্ষিত মহিলা সদস্য পদে ময়না খাতুন ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ শিক্ষক সদস্য পদে মোশারফ হোসেন ১০ ভোট, হারুন অর রশিদ ৯ ভোট ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য লুৎফুন নাহার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থীদের মধ্যে ওহাব মণ্ডল (চেয়ার) প্রতীকে ২১৩ ভোট, মমিনুল ইসলাম (মোরগ) প্রতীকে ২১৪ ভোট, শহিদুল আসলাম (হাতপাখা) প্রতীকে ২১৬ ভোট, আনিচুর রহমান (গরুরগাড়ি) প্রতীকে ২১৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে আকলিমা বেগম (কলস) প্রতীকে ২৪০, সাধারণ শিক্ষক সদস্য পদে মজিবুল হক ৪ ভোট, আবু তিলুয়ার রহমান ৩ ভোট এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য ইয়াছমিন পারভীন ৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচনে পরিচালনার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি তদন্ত কামরুজ্জামান, তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ ওয়ালিয়ার রহমান, হিজলগাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মুহিতুর রহমান মুহিতসহ সঙ্গীয় ফোর্স।