সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুতুবপুর বোয়ালিয়া পশ্চিমপাড়ায় গতকাল শনিবার ভোরে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল বাড়িতে ঢুকে নগদ ৩৬ হাজার টাকা, দুটি সোনার চেন ও ৪টি মোবাইলফোন লুট করে নিয়ে গেছে।
জানা গেছে, গত শনিবার ভোর সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া পশ্চিমপাড়ার আব্দুস ছাত্তারের ছেলে ফারুকের বাড়িতে ১০/১২ জনের একদল ডাকাত ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ৩৪ হাজার টাকা, ২টি সোনার চেন ও ৪টি মোবাইলফোন লুট করে। এরপর ডাকাতদল একই পাড়ার ইউসুফ মোল্লার ছেলে মোস্তাকের বাড়িতে ঢুকে নগদ ২ হাজার টাকা লুট করে। সংবাদ পেয়ে দ্রুত সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই সেকেন্দার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতদল পালিয়ে যায়।