গাংনী নওদাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে একটি শাটারগান ও দুটি ককটেল উদ্ধার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের রড সিমেন্টব্যবসায়ী আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে ১টি এলজি শাটারগান ও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর পৌনে ১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও ককটেল উদ্ধার করে। আব্দুল কুদ্দুসকে ফাঁসাতে তার বাড়িতে কেউ এগুলো রেখে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

অভিযান পরিচালনাকারী ডিবির এসআই ফজলুর রহমান জানান, আব্দুল কুদ্দুসের বাড়ির মধ্যে একটি ব্যাগভর্তি লালটেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল ও এর পাশেই কালো কাপড় দিয়ে মোড়ানো একটি এলজি শাটারগান উদ্ধার করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল কুদ্দুসকে ফাঁসাতে কেউ অস্ত্র ও ককটেল রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করে উদ্ধার হওয়া অস্ত্র ও ককটেল জমা দেয়া হয়েছে বলে জানান এসআই ফজলুর রহমান।