গাংনীতে চাঁদার দাবিতে আবারো ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বোমা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা শহরের উত্তরপাড়ার ভূষিমাল ব্যবসায়ী মুন্তাজ আলীর কাছে চাঁদার দাবিতে তার আড়তের পাশে বোমা রেখেছে চাঁদাবাজরা। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে গাংনী থানা পুলিশ বোমাটি উদ্ধার করে পানি-বালি ভর্তি পাত্রে প্রাথমিক নিষ্ক্রীয় করে। বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাড়ির সামনে বোমা রাখার এমন ঘটনা গত দু মাস ধরেই চলছে।

মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের উত্তরপাড়াস্থ বাস ভবনের কয়েক গজ দূরেই মুন্তাজ আলীর আড়ত। আড়তের কাছ থেকে পলিথিন ব্যাগে ভর্তি কাল টেপ দিয়ে মোড়ানো বোমাটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার অভিযানে ছিলেন গাংনী থানার এসআই ইকরাম ও এএসআই সুফল।

মুন্তাজ আলী জানান, তার মোবাইলে গতকাল শনিবার সকাল থেকে তিনটি নম্বরে (০১৯১৭২৪১১৭৬, ০১৭৯৪৮৭৭৯৩৯, ০১৮২২৯৮৩০৩৯) কয়েক বার ফোন করে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে চরমপন্থিদলের সদস্য পরিচয় দিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। গত রাত ৮টা ১৯ মিনিটে আবারো মোবাইলে কল করে তাকে জানায়, আড়তের পাশে বোমা রাখা আছে। মোবাইলে কথা শেষ করে তিনি স্থানীয় লোকজনের সাথে নিয়ে বোমাটি দেখতে পান। আজ রোববার সকাল ৯টার মধ্যে চাঁদা পরিশোধ না করলে তাকে বোমা মেরে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে ওই চাঁদাবাজ।

উল্লেখ্য, গত রমজান মাস থেকে এভাবে একের পর এক চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বোমা রাখার ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার কিংবা চাঁদাবাজ শনাক্ত হয়নি।