কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

 

নিজস্ব সংবাদদাতা: কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় ফাহিম হাসান (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে মিরপুর টিঅ্যান্ডটিপাড়ার হাজি সিদ্দিকুর রহমানের ছেলে এবং বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

গতকাল শনিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাইসাকেলযোগে বাড়ি ফেরার সময়ে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের তালতলা নামক স্থানে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।