আলমডাঙ্গা ব্যুরো: মাদকদ্রব্য চাষ ও সেবনের অপরাধে দু ব্যক্তিকে ৬ মাস করে কারাদণ্ডাদেশ ও রেকটিফাইড স্পিরিট বিক্রেতা তিন হার্ডওয়ার ব্যবসায়ীকে দু হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়। ওই সময় গাঁজাগাছ ও রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জীর নেতৃত্বে আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের মৃত মসলেম লস্করের ছেলে মোয়াজ্জেম লস্করের পানবরজে অভিযান চালানো হয়। সেখান থেকে বেশ কয়েকটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। আটক করা হয় গাঁজাচাষি মোয়াজ্জেম লস্করকে। এরপর আলমডাঙ্গা পৌরসভাধীন ফকিরপাড়া থেকে রব্বানির ছেলে মাদকসেবী লাভলু ওরফে লারাকে আটক করা হয়। পরে দুজনকে নেয়া হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামানের নিকট। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উভয়কে ৬ মাস করে কারাদণ্ডাদেশ প্রদান করেন। এর পূর্বে সকালে আলমডাঙ্গা শহরে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন রেকটিফাইড বিক্রির অভিযোগে নাসির হার্ডওয়ারের মালিক সাকলাইন মোস্তাক সেলিম, মালাকার হার্ডওয়ারের মালিক সুশান্ত মালাকার ও তালহা স্টিল অ্যান্ড গ্লাস হাউজের মালিক মিজানুর রহমানকে দু হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় প্রায় ৯০ লিটার রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিনুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।