ভারতীয় মুসলমানেরা দেশের জন্য মরতেও পারেন : মোদি

মাথাভাঙ্গা মনিটর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আল-কায়েদা ভারতীয় ভূখণ্ডে কর্মী সংগ্রহ করার চেষ্টা করবে। তবে সেটা তাদের জন্য খুবই অসম্ভব একটা কাজ হবে। কারণ দেশের প্রতি এখানকার মুসলমানদের আনুগত্য রয়েছে। তারা দেশের জন্য জীবন দিতে পারেন। এক সাক্ষাত্কারে মোদি এ কথা বলেন। সাক্ষাত্কারটি আগামী রোববার সম্প্রচার করা হবে। তবে সাক্ষাত্কারের বিশেষ কিছু অংশ গতকাল শুক্রবার টেক্সট আকারে প্রকাশ করা হয়েছে। সাক্ষাত্কারে মোদি বলেন, ভারতীয় মুসলমানেরা দেশের জন্য বাঁচতে পারেন, দেশের জন্য মরতেও পারেন। তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তিনি বলেন, যদি আল-কায়েদা মনে করে থাকে যে ভারতীয় মুসলমানেরা তাদের তালে তাল দেবে, তাহলে তারা প্রতারণার শিকার হবে। চলতি মাসের শুরুতে আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরি সংগঠনটির দক্ষিণ এশিয়া শাখা খোলার ঘোষণা দেন। সেখানে তিনি বিশেষ করে কাশ্মীরের মুসলমানদের ওপর চলা পীড়ন বন্ধে আল-কায়েদা সক্রিয় থাকবে বলে ঘোষণা দেন। ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ অর্থাৎ সাড়ে ১৭ কোটি লোক ইসলাম ধর্মাবলম্বী। পৃথিবীর তৃতীয় বৃহৎ মুসলিম জনসংখ্যার বাস এ দেশের কিছু লোক আল-কায়েদায় যোগ দিয়েছে- এমন প্রসঙ্গে মোদি বলেন, জঙ্গিরা কোনো ধর্ম বা গোত্রে বিশ্বাসী নয়, বরং তাদের যুদ্ধ মূলত মানবতার বিরুদ্ধে।
আল-কায়েদার এক বক্তব্যে জানানো হয়েছে, তারা কাশ্মীরের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবে। ১৯৯০ সাল থেকেই সেখানে এক রকম সহিংস পরিবেশ বিরাজ করছে।