দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় দশমী কৃষক সমিতি ফুটবল টুর্নামেন্টের ৭ম খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা পাইলট হাইস্কুল মাঠে দূরন্ত দশমী ফুটবল একাদশ ও কার্পাসডাঙ্গা ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের ৭ম খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দূরন্ত দশমী ফুটবল একাদশ ৪-০ গোলের ব্যবধানে কার্পাসডাঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় রেফারি ছিলেন সৈয়দ মাসুদুর রহমান খোকন, তিতুয়ার রহমান ও মফিজুর রহমান। ইউপি সদস্য আবুল হাশেম, উপজেলা যুবদল আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, দূরন্ত দশমী ফুটবল একাদশের টিম ম্যানেজার আমিনুল ইসলাম রশিদ, হাবিবুর রহমান প্রমুখ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
দামুড়হুদায় কৃষক সমিতি ফুটবল টুর্নামেন্টে দূরন্ত দশমী জয়ী
