ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের মাঠে গভীর নলকূপের ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যাওয়ার সময় গৃহকর্তার গুলিবর্ষণে ১টি ফেলে ১টি নিয়ে গেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী হুদাপাড়া গ্রামের দক্ষিণপাড়া মাঠে আব্দুল করিমের গভীর নলকূপের ২টি ট্রান্সফর্মার চুরি করছিলো একটি চোরচক্র। রাতেই লোক মারফত খবর পেয়ে নলকূপের মালিক আব্দুল করিম তার লাইসেন্সকৃত বন্দুক ও লোকজন সাথে নিয়ে মাঠে রওনা দেন এবং সংঘবদ্ধ চোরদের লক্ষ্য করে পরপর ৩ রাউন্ড গুলিবর্ষণ করে। গভীর নলকূপ ঘরে গিয়ে দেখে ২টির মধ্যে ১টি ফেলে আর ১টি নিয়ে পালিয়ে যায়। এলাকায় ব্যাপকহারে ট্রান্সফর্মার চুরি হওয়ায় নলকূপ মালিকরা শঙ্কিত হয়ে পড়েছেন। নতুন করে ট্রান্সফর্মার কিনতে হলে মোটা অঙ্কের টাকা পল্লী বিদ্যুত অফিসে জমা দিতে হবে। বিষয়টি জেলা পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেছেন নলকূপ মালিকরা।