গাংনী প্রতিনিধি: বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দীন বলেছেন, এদেশে তুলা চাষের অপর সম্ভাবনা রয়েছে। সব সময় তুলার নায্যমূল্য নিশ্চিত হয় এবং অন্য ফসলের চেয়ে তুলা একটি লাভজনক আবাদ। তাছাড়া ক্ষেতের উর্বরতা শক্তি বৃদ্ধিতে তুলার গুরুত্ব অপরিসীম। দেশের বস্ত্র শিল্পের জন্য প্রতি বছর ৪০-৫০ লাখ বেল তুলার দরকার হয়। কিন্তু দেশে উৎপাদন হচ্ছে মাত্র দেড় লাখ বেল। বর্তমান সরকার তুলাচাষের প্রতি ব্যাপক গুরুত্বারোপ করেছেন। উন্নত জাত ও আধুনিক চাষের সব সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত তুলাচাষি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। তুলা উন্নয়ন বোর্ড যশোর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নিবিড় তুলা চাষ কর্মসূচির পরিচালক ড. গাজী গোলাম মুর্তজা, গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্প পরিচালক ড. সীমা কুণ্ডু। বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষসহ তুলাচাষি ও তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ। সমাবেশ শেষে প্রধান অতিথিসহ কর্মকর্তাবৃন্দ ধানখোলা মাঠের তুলাক্ষেত ঘুরে দেখেন।