শৈলকুপার কুমিরাদহ গ্রাম থেকে ছিনতাইকৃত ২৬টি গরু ও একটি ট্রাকসহ দু ডাকাত আটক

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুমিরাদহ গ্রাম থেকে ছিনতাইকৃত ২৬টি গরু ও একটি ট্রাকসহ ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- যশোরের শার্শা উপজেলার গোরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রাজু আহম্মেদ ও একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম।

শৈলকুপা থানার ওসি ছগির মিয়া জানান, যশোরের পুটখালী এলাকা থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গরুব্যবসায়ীরা ২৬টি গরু কিনে ট্রাক ভর্তি করে ঢাকার গাবতলী হাটে নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে গত বুধবার রাত ১২টার দিকে একদল ডাকাত যশোরের নাভারন এলাকায় ট্রাকটির গতিরোধ চালক, হেলপার ও গরুর রাখালদের ফেলে দিয়ে ডাকাতরা ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়। তারা গতকাল ভোর ৩টার দিকে ট্রাকভর্তি গরু নিয়ে ঝিনাইদহের শৈলকুপার কুমিরাদহ গ্রামে পৌঁছে।

গোপন সূত্রে খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে কয়েকজন ডাকাত দৌঁড়ে পালিয়ে গেলেও তারা দুজন ডাকাতকে আটক করতে সক্ষম হয়। পুলিশ উদ্ধারকৃত ট্রাকভর্তি গরু ও ডাকাতদের শৈলকুপা থানায় নিয়ে আসে। গরুগুলো ঢাকায় কোরবানির ঈদের হাটের জন্য নেয়া হচ্ছিলো। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।