বড় ছক্কায় ৮ রান!

 

মাথাভাঙ্গা মনিটর: মার্কিন মুলুকে ক্রিকেট এখনও বেশ অজনপ্রিয় খেলা। তাই ক্রিকেটকে জনপ্রিয় করতে অভিনব সব চিন্তাভাবনা চলছে। এই যেমন, কোন ব্যাটসম্যান বড় হক্কা হাঁকালে স্কোরকার্ডে যোগ হবে ৮ রান। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে একটি সমীক্ষা করা হয়। সেখানে দেখা গেছে, সাধারণ আমেরিকানদের কাছে ক্রিকেটের সবচেয়ে ভালো লাগার অংশ হলো স্টেডিয়ামে বসে থেকে ক্যাচ নেয়া। মানে যতোবার ওভার বাউন্ডারি হয়ে বল দর্শকদের কাছে আসবে ততোবার খুশিতে মেতে ওঠেন ক্রিকেট দেখতে আসা আমেরিকানরা। আর তাই ঠিক করা হয়েছে, ওভার বাউন্ডারির দৈর্ঘ্য বড় হলে ছয়ের বদলে আট রান দেয়া হবে। সেক্ষেত্রে দর্শকদের কাছে খেলা নিয়ে উত্‍সাহ বাড়বে। আয়োজকদের এক টুইট অনুযায়ী ৮০ মিটার দীর্ঘ ওভার বাউন্ডারি ক্ষেত্রে ব্যাটসম্যান পাবেন আট রান। যদিও এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। ক্রিকেটের আকর্ষণ বাড়াতে নিত্য নতুন চিন্তাভাবনা চলছে। বাইশ গজের খেলাকে পাঁচ দিন থেকে একদিনে নামিয়ে আনার পরেও সেই চিন্তাভাবনা থেমে থাকেনি। এরপর খেলায় গতি আনতে কুড়ি ওভারের ম্যাচ শুরু হয়েছে। খেলায় এসেছে চিয়ারলির্ডাসরাও। কিন্তু সমীক্ষার করে দর্শকদের আনন্দ দেয়ার জন্য খেলার একেবারে বেসিকে বদল আনার এমন রীতি সত্যি অভিনব হতে চলেছে।