বার্সা পেল খাটুনির জয়

মাথাভাঙ্গা মনিটর: এটাকে শুভসূচনা বললেও বলা যেতে পারে। কিন্তু অনেক পাঁড় বার্সা সমর্থকেরই এ জয়কে ‘শুভসূচনা’ হিসেবে মেনে নিতে যথেষ্ট অসুবিধা আছে। সাইপ্রাসের দুর্বল প্রতিপক্ষ অ্যাপোয়েলের বিপক্ষে মাত্র ১-০ ব্যবধানে জয় তারকাখচিত বার্সেলোনার সাথে ঠিক যায় না। মনে একটা খচখচানি কিন্তু সমর্থকদের মনে রয়েই যাচ্ছে। কিন্তু তারপরও জয় তো জয়ই। ম্যাচের ২৮ মিনিটে জেরার্ড পিকের গোলে পাওয়া এ জয়ে চ্যাম্পিয়নস লিগের শুরুটা পূর্ণ পয়েন্ট নিয়েই করতে পেরেছে গত মরসুমে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া বার্সেলোনা।
ন্যু ক্যাম্পে বোধগম্য কারণেই বার্সার বিপক্ষে প্রচণ্ড রক্ষণাত্মক ছিলো অ্যাপোয়েল। লিওনেল মেসি কাল মাঠে ছিলেন, সাথে ছিলেন অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জোড়া গোল করা নেইমার। মেসি-নেইমার যুগলবন্দী কেন যেন বারবার বাধা পেয়ে ফিরছিলো অ্যাপোয়েল রক্ষণের সামনে। খেলার ২৮ মিনিটের সময় অ্যাপোয়েলের রক্ষণে চিড় ধরান পিকে। লিওনেল মেসির ফ্রি-কিক থেকে মাথা ছুঁয়ে অ্যাপোয়েল গোলরক্ষককে পরাভূত করেন পিকে। এ গোলের মুহূর্তটি আরও কিছু গোলের ইঙ্গিতবাহী হলেও শেষ পর্যন্ত পিকের এ গোলেই সন্তুষ্ট থাকতে হয় বার্সা-বাহিনীকে।