বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর (বিজিপি) ক্রীড়া সংঘের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বিকেলে স্থানীয় বাজার গোপালপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে মধুহাটি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান তহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বাজার গোপালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ সামসুজ্জোহা, বিজিপি ক্রীড়া সংঘের সিনিয়র সহসভাপতি ডা. আলতাফ হোসেন, গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মোমিন,ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক ও আমজাদ হোসেন। উদ্বোধনী খেলায় হরিণাকুণ্ডুর রিশখালী ফুটবল একাদশ ঝিনাইদহের তেতুলতলা ফুটবল একাদশকে ৪-১ গোলে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন চাঁন্দু মিয়া, জাহিদুল ইসলাম, মামুনুর রশিদ রিপন।