জীবননগরে সার্কাসের হাতি নিয়ে চাঁদাবাজি

জীবননগর ব্যুরো: হাতি নিয়ে চাঁদাবাজি নতুন কোনো ঘটনা নয়। এ নিয়ে পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি হলেও থেমে নেই এদের চাঁদাবাজি। গত দু দিন ধরে সার্কাসের একটি হাতি নিয়ে মাউত জীবননগর বাসস্ট্যান্ড এলাকাসহ শহরে ব্যাপক চাঁদাবাজি চালিয়েছে। যাত্রীবাহী চলন্ত বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল থামিয়ে এ চাঁদাবাজি করা হয়।

এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে-দোকানে যেয়ে হাতি নিয়ে টাকা আদায় করা হয়। কেউ টাকা না দিতে অপারগতা প্রকাশ করলে হাতি দিয়ে দোকানের মালামাল ফেলে দেয়ার উপক্রম করা হয় এবং টাকা না দেয়া পর্যন্ত যানবাহন আঁকড়ে ধরে রাখা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অনেকে এ কাজ থেকে মাউতকে নিবৃত করার চেষ্টা করা হলে উল্টো হাতির ওপরে বসা মাউত তাদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করে তাদেরকে অপদস্ত করে। গত দু দিন ধরে শহরে হাতি নিয়ে চাঁদাবাজির এ ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় অবাক হয়েছে এলাকাবাসী।