চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চার দিনব্যাপি আয়কর মেলার উদ্বোধন

সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর

 

স্টাফ রিপোর্টার: সবাই মিলে দেবো কর, দেশ হবে স্বনির্ভর, এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আয়কর মেলা শুরু হয়েছে। কর অঞ্চল খুলনার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা আয়কর কার্যালয়ে চার দিনব্যাপি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

চুয়াডাঙ্গার সহকারী কর কমিশনার খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি ছিলেন আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মনিরুজ্জামান, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. শামসুজ্জোহা, চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম ও দীর্ঘমেয়াদী করদাতা হাজি রায়হান উদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু বলেন, খুলনা বিভাগে চুয়াডাঙ্গা জেলা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কর দিয়েছে। সে হিসেবে চুয়াডাঙ্গার মানুষ করমুখি। তবে আয়কর নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা আয়কর ভীতি দূর করতে এ ধরনের উদ্যোগ খুবই কাজে লাগে।

অনুষ্ঠানের সভাপতি খুরশীদ আলম বলেন,‌‌‌‍ ‍এ বছর চুয়াডাঙ্গা জেলায় তিনজন সর্বোচ্চ করদাতা ও দীর্ঘমেয়াদী পাঁচজন করদাতাকে পুরস্কৃত করা হয়েছে। আগামীতে সর্বোচ্চ করদাতাদের সিআইপি হিসেবে মর্যাদা দেয়া হবে। বর্তমানে ব্যক্তি পর্যায়ে জেলায় দু হাজার টাকা ও উপজেলা পর্যায়ে ১ হাজার টাকা সর্বনিম্ন আয়কর প্রদানের আইন রয়েছে। চুয়াডাঙ্গা জেলার করদাতাসহ ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা এ মেলায় উপস্থিত ছিলেন। মেলা আগামী রোববার পর্যন্ত চালু থাকবে। এছাড়া শুক্রবার ও শনিবার বন্ধের দিনেও খোলা থাকবে। সাথে খোলা থাকবে সোনালী ব্যাংকের বুথ।

মেহেরপুর অফিস জানিয়েছে, ‘কর সেবাই কর বিভাগের আশ্বাস, নিশ্চিত হোক করদাতাদের আস্থা ও বিশ্বাস’ এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে ৪ দিনব্যাপি আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর শহরের বোসপাড়াস্থ আয়কর অফিস কার্যালয়ে অনুষ্ঠিত আয়কর মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী। মেহেরপুর কর সার্কেলের সহকারী কর কমিশনার অনিমেষ চন্দ্র দাসের সভাপতিত্বে মেলার উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন, পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও কার্জন আহম্মেদ। উদ্বোধন অনুষ্ঠানে জেলার করদাতারা অংশগ্রহণ করেন। চলতি ২০১৪-২০১৫ অর্থ বছরে মেহেরপুর জেলায় আয়করের লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এ সময় আয়কর প্রদানের মাধ্যমে দেশ ও দেশের সমৃদ্ধি লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শামীম জাহাঙ্গীর সেন্টু। অনুষ্ঠানে জেলার দুজন দীর্ঘমেয়াদী সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।