কোটচাঁদপুরে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর ওপর হামলা : ভুক্তভোগীদের বিরুদ্ধে হামলাকারীদের পাল্টা মামলা

 

কোটচাঁদপুর প্রতিনিধি: তুচ্ছ বিষয় নিয়ে আমার স্বামীকে পিটিয়ে মারাত্মক আহত করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েও থেমে নেই ওই নরপশুরা। এখন দফায় দফায় তারা হুমকি দিয়ে যাচ্ছে থানায় দেয়া অভিযোগ তুলে নিতে। আমরা এখন এর বিচার কার কাছে গেলে পাবো? কোটচাঁদপুর হাসপাতালের বেডে অসহ্য যন্ত্রণায় ছটফট করা স্বামীর পাশে বসে গতকাল বৃহস্পতিবার দুপুরে এভাবেই কথাগুলো বলছিলেন কোটচাঁদপুর উপজেলার সিঙ্গীয়া গ্রামের আহত আবুজারের (২৬) স্ত্রী শাহিদা বেগম।

শাহিদা অভিযোগ করেন, আমাদের বাড়ির ওপর দিয়ে যাওয়া ডিস লাইনের তারটি আমার শাশুড়ি গত ১৪ সেপ্টেম্বর প্রতিবেশী রব্বানী মালতের ছেলে রাজ্জাককে সরিয়ে নিতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে সে আমার শাশুড়িকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় আমার স্বামী আবুজার এসে এর প্রতিবাদ করলে রাজ্জাক তার ছোট ভাই আফছার ও শাহিন তাকে দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে বেধড়ক পিঠিয়ে মারাত্মক আহত করে। সেইসাথে আমার শাশুড়ি তহুরা বেগমকে (৪০) একইভাবে পিটিয়ে যখম করে। এ ঘটনার পর প্রতিবেশীরা আমার স্বামী ও শাশুড়িকে আহত অবস্থায় তাদের কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরের দিন আহত আবুজারের পিতা আবু হানিফ বাদী হয়ে এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দাখিল করে। আবুজার মা তহুরা বেগম বলেন, থানায় অভিযোগ করায় ওই সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দাখিল করেছে। সেইসাথে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। থানার অভিযোগ তুলে নিতে তারা একের পর এক বিভিন্ন ধরনের হুমকি-ধামকি অব্যহত রেখেছে।

এদিকে চরম নিরাপত্তাহীনতায় মধ্যদিয়ে আবুজারের পরিবারের দিন কাটছে বলে তারা অভিযোগ করেন। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম শাহিনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দুটি অভিযোগই আমি পেয়েছি, তদন্ত চলছে দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।