স্টাফ রিপোর্টার: বরাবরের মতো এবারও মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি বিএনপি নেতারা। আলাপকালে তারা জানান, এ মামলার বিচারের রায় নিয়ে বিএনপি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানানোর ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়েছে। তবে কোনো প্রতিক্রিয়া দেয়ার প্রয়োজন হলে তা দলীয় ফোরামে আলোচনা করেই জানানো হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর সাজা কমিয়ে গতকাল বুধবার তাকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, উচ্চ আদালত অনেক চিন্তা-ভাবনা করে এ রায় দিয়েছেন। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, এ রায় নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। আদালত যা ভালো মনে করেছেন তাই করেছেন। খালাস দিলেই বা কি। তবে সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা ছিলো। আর আপিল বিভাগে সাজা সাধারণত কিছু কমে। এটা নিয়ে বলার কিছু নেই।