দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা জামায়াতের আমির নায়েব আলী গ্রেফতার

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান দর্শনা পৌর জামায়াতের আমির আব্দুল কাদের (৫০) এবং দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে এবং নায়েব আলী উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত গগন তরফদারের ছেলে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে উভয়ের বাড়িতে অভিযান চালিয়ে দামুড়হুদা থানা পুলিশ এদেরকে গ্রেফতার করে। দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান দর্শনা পৌর জামায়াতের আমির আব্দুল কাদের ও দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী অস্ত্র ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। মিল্টন জামিনে থাকলেও আব্দুল কাদের ও নায়েব আলী এ পর্যন্ত ওই মামলায় পলাতক ছিলেন। আজ বৃহস্পতিবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হতে পারে।

উল্লেখ্য, গত ১৮ মে রোববার সন্ধ্যায় নাশকতার অভিযোগ এনে দামুড়হুদা উপজেলা সদর ইউনিয়ন জামায়াতের আমির সদর ইউপি চেয়ারম্যান আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রভাষক শরীফুল আলম মিল্টনকে গ্রেফতার করে দামুড়হুদা থানা পুলিশ। গ্রেফতারের পর তার বাড়ি থেকে ২টি সাটার গান, ৪টি ককটেল, ৪ রাউন্ড গুলি, ৭টি জেহাদি বই ও শতাধিক লিফলেট উদ্ধার দেখিয়ে প্রভাষক শরীফুল আলম মিল্টন, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, দর্শনা পৌর জামায়াতের আমির দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৭/১৮ জনের নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। ওই মামলায় মিল্টন, নায়েব আলী ও আব্দুল কাদেরের নামে মাসখানেক আগে আদালতে চার্জশিট দাখিল করেছেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার এসআই তোবারক হোসেন।