দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়ায় মুনতাজ স্যারের বাড়ির সামনে অবস্থিত একটি বিদ্যুত পোলে লতাপাতা গজিয়ে উঠে বিদ্যুতের তার আঁকড়ে ধরেছে। তাতে অনেকেই আশঙ্কা করেছে যেকোনো সময় ঘটতে পারে প্রাণহানির ঘটনা। ‘দামুড়হুদার বিদ্যুত পোলে লতাপাতার বসবাস’ শিরোনামে দৈনিক মাথাভাঙ্গায় গত ৬ তারিখে ছবিসহ সংবাদটি প্রকাশিত হলে এলাকাবাসীর দৃষ্টিগোচর হয়। এবার এ বিদ্যুত পোলের এহেন অবস্থা দেখে, এলাকাবাসী বিরুপ মন্তব্য ছুড়ে বলেছেন, মনে হয় দামুড়হুদার বিদ্যুত অফিস কর্মকর্তাদের ‘চোখ কানা’! লতাপাতায় ভরা এ বিদ্যুত পোলটি দেখে দামুড়হুদা দশমী গ্রামের আব্দুর রহমান বলেন, এ হলো দামুড়হুদার বিদ্যুত অফিস কর্মকর্তাদের চরম গাফিলতির ফসল। এ পোলটিকে ঘিরে বিদ্যুতায়নের দুর্ঘটনা এড়াতে গজিয়ে ওঠা এ সকল লতাপাতাগুলোকে দ্রুত অপসারণ করে নিরাপদ বিদ্যুত চলাচলের ব্যবস্থা করা উচিত।