খবর:(বেগমপুর ডিহি গ্রামে ধর্ম বোনের সাথে অকর্ম করতে এসে ঘোলদাড়ির রুস্তম গ্যাঁড়াকলে)
বোন পাতিয়ে ফটকা ফাজিল
করে বেড়ায় ঘুরঘুর,
দিনদুপুরে ঘর ডাকাতি
মধু খেলো ভরপুর।
কিন্তু শেষে ধোলাই খেয়ে
আটকা পড়েন তিনি,
ওপরে বেশ ভালো মানুষ
বলেই তাকে চিনি।
ধর্ম বোনের কর্ম ভালো
ধর্ম ভাইয়ের কী?
লজ্জা লাগে শরম লাগে
যায় না বলা ছি…।
-আহাদ আলী মোল্লা