মাথাভাঙ্গা মনিটর: ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, হামেস রদ্রিগেসদের নিয়ে গড়া রিয়াল মাদ্রিদের তারকাখচিত দলে হারিয়ে যাওয়া দ্যুতি ফিরেছে। আর দলের সবার এক সাথে জ্বলে ওঠায় দারুণ এক জয় দিয়েই প্রথম দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে স্পেনের ক্লাবটি। ইউরোপ সেরার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে সুইজারল্যান্ডের বাসেলকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ১০বারের চ্যাম্পিয়নরা।
এদিকে পাঁচ বছর পর ইউরোপসেরার লড়াইয়ে রোমাঞ্চকর জয় দিয়েই ফিরেছে লিভারপুল। বুলগেরিয়ার দল লুদোগোরেতসের বিপক্ষে গোলের জন্য প্রচণ্ড লড়াই করতে হলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-১ গোলে জিতেছে ইংল্যান্ডের ক্লাবটি।